ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

২৯ ঘণ্টা পর শাবি ভিসির বাসভবনে এলো বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৩:১৭:০০ পূর্বাহ্ন | শিক্ষা

 

প্রায় ২৯ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এর আগে রবিবার রাত সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

 

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, ভিসির বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০/৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ গেছে।

 

তিনি আরও বলেন, ভিসি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসার রোগীরা সমস্যায় পড়েছেন জানালে আমরা বিদ্যুৎ সংযোগ চালু করি।