ঢাকা, বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

আমরা বৈষম্যমূলক আচরণ ও নব্য ফ্যাসিবাদের শিকার: জিএম কাদের

অনিক কর্মকার | প্রকাশের সময় : বুধবার ২২ জানুয়ারী ২০২৫ ০৫:০৬:০০ অপরাহ্ন | রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টির সাথে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে আমাদের কোনঠাসা করতে চাচ্ছে সরকার। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাঁধা দেয়া হচ্ছে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা দেয়া হচ্ছে। সে হিসাবে আমরা নব্য ফ্যাসিবাদের স্বীকার, মনে হচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে নরসিংদি জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইন শৃংখলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। 

দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে উল্লেখ্য করে তিনি বলেন, সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। আধাপেট খাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এক কথায় দেশে অভুক্ত ও অর্ধভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন।  

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্বল আইন শৃংখলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যেকোন অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা-বানিজ্য ক্ষতিগ্রস্থ হবে, দেশী ও বিদেশী বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে। এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থীতিশীল ও বিপদজনক অবস্থা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছেন না। বর্তমান সরকার চেষ্টা করছেন, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না, এটাই বাস্তবতা। এমন বাস্তবতায় দেশে একটি শক্তিশালী সরকার প্রয়োজন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচন যাতে জনগনের ইচ্ছার সঠিক প্রতিফলন হয়, সে ধরনের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া এ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব মনে হচ্ছে না। 

তিনি আরও বলেন, দেশ ও বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন করতে যে পথে হাটতে হবে, সরকার সে পথে হাটছে বলে মনে হচ্ছে না। দেশের ৪০টির বেশি রাজনৈতিক দলের মধ্যে হাতে গোনা কয়েকটি দলের সাথে বর্তমান সরকার ঐক্য করছে। এতে দেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো থেকে যাচ্ছে আলোচনার বাইরে। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের ওপর নির্যাতনমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। বৈষম্যমূলক আচরণ ও ফ্যাসিবাদ শিকার আমরা হচ্ছি বলে মনে হচ্ছে। খবরের কাগজে যেনো আমাদের সংবাদ না আসে সেজন্য তারা অপতৎপরতা চালানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। 

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে সংবাদ দিতে পারছে না গণমাধ্যম, যেটা বিগত সরকারের চেয়ে কোন অংশে কম নয়। দেশের মানুষ বিচার পাচ্ছে না, সেবা পাচ্ছে না, আইন শৃংখলা রক্ষাবাহিনীর কাছে সহায়তা পাচ্ছে না। এ অবস্থায় দেশ একটি অনিশ্চিত ও অশান্ত পরিস্থিতির দিকে ধাবিত বলে আশংকা করছি।  

জাতীয় পার্টি নরসিংদী জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট্য অনুমোদিত কমিটির সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, জেলা সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নেওয়াজ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. শামীম হাসান ও সদস্য আবু সাঈদ স্বপন। 

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নি, চেয়ারম্যানের প্রেস সেক্রেটরি খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান ও জেলা নেতৃবৃন্দ।

বায়ান্ন/একে