ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে বিজিবি যৌথ অভিযানে বিদেশি গরু আটক

আলীকদম(বান্দরবান)প্রতিনিধি। | প্রকাশের সময় : সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ১২:৪৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
বান্দরবানের আলীকদম উপজেলায় দূর্গম  পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে অবৈধভাবে চোরাই পথে আসা বিদেশি জাতের গবাদিপশু আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি ও পুলিশ।
 
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে:কর্ণেল মো: শহীদুল ইসলাম, পিএসসি,নিদর্শনায় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ২ টা ৩০ ঘটিকায় ১অফিসার ২০ জন বিজিবি সদস্য ৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৫  কিঃমিঃ উত্তর পূর্ব  কোণে আলীকদম সদর ইউনিয়নের বটতলী পাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ২৬ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।
 
 বিজিবির অভিযানে আটককৃত গরু গুলোর আনুমানিক সিজার মূল্য ২৬ টি - ১,৪০,০০০/
৩৬,৪০,০০০ (ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।
 
 আটককৃত গরু গুলো ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে এবং এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল শহিদুল ইসলাম জানান বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে চোরাকারবারীরা চোরাই পথে আলীকদমে এনে বিভিন্ন ভাবে চকরিয়া,টেকনাফ, রামু, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তে প্রচার করছেন এমন সংবাদের ভিত্তিতে ৫৭বিজিবি দায়িত্ববান এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান আঅব্যাহত থাকবে ও আরো জোরদার করা বলেও জানান তিনি।