ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাঁকে হাজির করা হবে বলে জানান তিনি।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।
বায়ান্ন/এসএ