স্মার্ট লাইফ স্টক,স্মার্ট বাংলাদেশ”
এই শ্লোগানের প্রতিপাদ্যে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বান্দরবানের আলীকদম উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২মার্চ) প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কালী সংকর পাল এর সঞ্চালনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংড়ি মং মার্মা। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জামাল উদ্দিন এমএ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ ও আলীকদম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
উক্ত প্রদর্শনীতে ১২ টি স্টলে বিভিন্ন খামারী গরু, ছাগল, ভেঁড়া,হাঁস, মুরগি, খরগোশ কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। খামারীদের উদ্বুদ্ধ ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ ও প্রদর্শনীর আয়োজন করেছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।
পরে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে আলীকদম উপজেলার শ্রেষ্ঠ ডেইরি খামারি হিসেবে নির্বাচিত হয়ে সেরা সম্মাননা স্মারক গ্রহণ করেন তরুণ উদ্যোক্তা ও স্বদেশ ফ্যানেটিং ফার্ম এর মালিক মেম্বার আবু ছালাম,আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের দুইবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি নিজস্ব অর্থায়নে ২০১৭ সালে তরুণ উদ্যোক্তা স্বদেশ ফ্যাটেনিং ফার্ম নামে গরুর খামারটি শুরু করেন।
আবু ছালাম (মেম্বার) জানান, আমি ২০১৭ সালে নিজস্ব অর্থায়নে মাত্র ০৮ টি পিজিয়াম জাতের গরু নিয়ে খামারের কাজ শুরু করি, এখন আমার খামারে ৪০টি গরু আছে। মূলত আবু ছালাম ইউটিউব থেকে দেখে খামারের প্রতি উদ্ভুদ্ধ হন বলে জানান। তিনি এই খামার থেকে আলীকদমের বিভিন্ন এলাকার দুধের চাহিদা পূরণ করছেন বলেও জানান।
তিনি আরো জানান, আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এমন মহতী উদ্যোগে অত্যন্ত আনন্দিত, এবং ভবিষ্যতে আমার মত আরো নতুন উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ যোগাবে।আমাকে উপজেলার শ্রেষ্ঠ ডেইরি খামারি হিসেবে নির্বাচিত করে সেরা সম্মাননা স্মারক প্রদান করায় তরুণ উদ্যোক্তা হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।