ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

'আল আকসা রক্ষায়' হামাসের হঠাৎ হামলা, যুদ্ধপ্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৩:২১:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এদিকে হামলার পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা আল-আকসা রক্ষার জন্য মর্যাদার যুদ্ধ করছি।

 

বড় ধরনের এই হামলার পর যুদ্ধপ্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা আরও বলছে, এ জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে। 

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। 

 

হামলার ঘটনায় স্থানীয় সময় দুপুর একটায় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

 

আল আকসা মসজিদটি মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই প্রাঙ্গণের যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীকও এটি। সোনালী গম্বুজের ‘ডোম অফ দ্য রক’ সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। 

 

ইহুদিরা বিশ্বাস করে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে, তিন হাজার বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল। যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা।