বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশ্বাস দিয়েছেন যে আসন্ন রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বলেন, “চাহিদা ও যোগানের মধ্যে একটি ভারসাম্য নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা এবং দোয়া চাই।”
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন জানান, দেশে ইতোমধ্যে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে। তিনি মনে করেন, বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে রমজান মাসে সাধারণ মানুষের জন্য বাজার সহনীয় রাখা সম্ভব হবে।
স্বৈরাচারী হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “গত ১৫ বছরে দেশে একটি অপরাধপ্রবণ সভ্যতা তৈরি হয়েছিল। সমাজ বিভক্ত ও ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিল।”
তিনি আরও বলেন, “অপরাধপ্রবণতা দেশের প্রতিটি খাতে প্রবেশ করেছিল। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং থেকে শুরু করে সাংবাদিকতা পর্যন্ত এর প্রভাব পড়েছিল। এমনকি জাতীয় মসজিদের খতিব পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।”
শেখ বশিরউদ্দীন দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি মর্যাদাপূর্ণ, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শুক্কুর আলী শুভ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
বায়ান্ন/এএস