ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার তৃতীয় ধাপে ভোট গ্রহণ শেষ। ভোট গণনার সময় ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন দুওসুও ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানা।
রোববার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় দুওসুও ইউনিয়নের ৩ নম্বর মহিষমারি কেন্দ্রে এ অভিযোগ আনেন তিনি।
নৌকা পার্থী সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করেছেন। তারা ব্যালট পেপার ছিঁড়ে সিল মেরে বাক্সে ঢুকিয়েছেন। পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ ইউনিয়নে ভোট সুষ্ঠু হয়নি। তাই আমি এই ভোট বর্জন করলাম।’
দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করেন তাহলে এর দায় তাকেই নিতে হবে। এছাড়া আমাদের লিখিতভাবে কিছু জানানো হয়নি।
দুওসুও ইউনিয়নে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: শামসুজ্জামান বলেন, নৌকা প্রার্থী যে অভিযোগ করছে সেগুলো মিথ্যা। কেন্দ্রের ভিতরে কোন ধরনের সমস্যা হয়নি। প্রশাসন সকল কেন্দ্রে সজাগ ছিল।