বিএনপিসহ ১৭টি দল ও জোট তাদের নিজ নিজ দল ও জোটের পক্ষ থেকে পছন্দের ব্যাক্তিদের নামের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে। তবে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির কাছে ইসি গঠনে কোনো নাম প্রস্তাব চায়নি অনুসন্ধান কমিটি।
নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠন এবং নিজে আগ্রহী ব্যাক্তিদের নাম প্রস্তাব করে বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে ও মেইল যোগে পাঠানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য দুই জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। এরমধ্যে এ এম এম নাসির উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। আরেক সাবেক সচিব শফিকুল ইসলাম (৭৬ বছর) নাম প্রস্তাব করেছে দলটি।
বিএনপির সমমনা কয়েকটি দলও প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে। ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল পৃথকভাবে তাদের নাম প্রস্তাব গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে। তবে এই ছয় দলের প্রস্তাবিত নামের তালিকায় সাবেক সচিব শফিকুল ইসলাম ও মহিবুল হকের নাম কমন রয়েছে বলে জানা গেছে। এর বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাবেক সচিব আবু আলম শহিদ খানের নামও প্রস্তাব করেছে।
এছাড়া চারজন নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি আটজনের নাম প্রস্তাব করেছে। প্রতিটি পদের জন্য দুটি করে নাম দিয়েছে দলটি।
পাঁচটি পদের জন্য পাঁচটি নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ দলটিও বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিয়েছে।
আবার প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার পদের জন্য আটজনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও এলডিপি পৃথকভাবে নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে।
নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে বলে সূত্রে জানা গেছে।
আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া যাবে না বলে হুশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোট প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে। সমমনা জাতীয়তাবাদী জোটও তাদের নামের তালিকা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।
বায়ান্ন/এমএমএল/একে