![](https://dainikbayanno.com/storage/fb-img-1739449896657.jpg)
উখিয়ায় কর্মরত সাংবাদিক দের নিয়ে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে উখিয়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলার স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ রুমে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, সংবেদনশীল সংবাদ
পরিবেশনের ক্ষেত্রে নারী ও শিশুদের নাম ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি ভিকটিমের সাক্ষাৎ নেওয়ার ক্ষেত্রে পরিবারের অনুমতি নিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা করার আহবান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন সাংবাদিক, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আমাদের নৈতিক দায়িত্বের ভিতর পড়ে। ভিউ বাড়ানোর জন্য নয়, এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারী ও শিশুরা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব সহকারে সংবাদ করতে হবে।
সভাপতির বক্তব্যে, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, কোন ভুল, চটকদার বা ফেইক সংবাদ প্রচার করা সত্যনিষ্ঠ, বিবেকবান সাংবাদিকদের কাজ নয়। সংবাদ প্রচারের ক্ষেত্রে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আগে পরিবর্তন করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর কক্সবাজারস্থ ব্যুরো প্রধান শামসুল হক শারেক ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।
ডিএসকে এর শিশু সুরক্ষা বিষয়ক টেকনিক্যাল অফিসার নাসিমা শাহিনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আছমা বেগম, ফাইজা সাদিয়া, কমিউনিকেশন অফিসার অমিত সরকার, মনিটরিং অফিসার কাজী মাহফুজুর রহমান এবং আইটি অফিসার রিয়াজ উদ্দিন।
বায়ান্ন/আরএস