![](https://dainikbayanno.com/storage/logo/5.jpg)
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় এক বাবুর্চির বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত বাবুর্চি আবুল হাসনাত কোকিল (২৮) উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির নিজ দলইকান্দি (গাছবাড়ী) গ্রামের আব্দুর রহিম বাবুর্চির ছেলে। তিনি এক সন্তানের জনক।
জানা যায়, শনিবার বিকেল ৪টায় নিহতের বাড়ি সংলগ্ন গাছবাড়ী মোরা নামক স্থানে একটি বাড়ির ছাদে ধান শুকানোর কাজ করছিলেন আবুল হাসনাত কোকিল। এ সময় স্থানীয় ইউপি নির্বাচনের একটি মিছিল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবুল হাসনাত কোকিল মিছিলটি ছাদ থেকে দেখার জন্য ছাদের কিনারায় গেলে অসাবধানতা বশত পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানার এসআই সুহেল আহমদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে কানাইঘাট থানায় নিয়ে আসেন।
বাবুর্চি আবুল হাসনাত কোকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।