কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদেবার শেষ দিন ছিল বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, বৃহস্পতিবার ৫ টা পর্যন্ত সর্বমোট ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মোঃ আক্তার আলম, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক, মোঃ সোলায়মান কবির, ইকবাল হোসেন ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শ্যামল তনচংগ্যা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং নির্বাচন ২৩ ডিসেম্বর।
প্রসঙ্গতঃ বন মামলায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন নিন্ম আদালত কর্তৃক সাজা হওয়ায় তাঁকে স্থানীয় সরকার মন্ত্রনালয় ভাইস চেয়ারম্যান পদ হতে অব্যাহতি দেওয়া হয়। যার প্রেক্ষিতে গত ১১ নভেম্বর নির্বাচন কমিশন এই উপ নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। তবে সাবেক ভাইস চেয়ারম্যান নাছির জানান, হাইকোর্টে তিনি এই বিষয়ে আপিল করায় কোর্ট তাকে পূর্নবহালের পক্ষে রায় দেন। এই বিষয়ে তিনি কোর্টের কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং নির্বাচন কমিশনে জমা করেছেন।