ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮শে মাঘ ১৪৩১

কালীগঞ্জে স্থানীয় জনতার হাতে ২ চোর আটক, পুলিশের হাতে সোপার্দ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ | প্রকাশের সময় : রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৪৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাজদিয়া গ্রামে রাতের বেলা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো হৃদয় (২৫) ও আশিক (২৫) নামে দুই চোর। আটককৃত হৃদয় কালীগঞ্জ পারখিদ্দা গ্রামের সামাদ হোসেনের ছেলে এবং অপরজন আশিক ঝনঝনিয়া গ্রামের সিরজান মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান,শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ২ টার সময় বারোবাজারে মাজদিয়া গ্রামের আক্কাস মোল্যার বাড়িতে স্থানীয়রা তাদেরকে ঘিরে ফেলে। দীর্ঘদিন ধরে এই গ্রামে চুরি ডাকতির ঘটনা ঘটে আসছিল। এসময়ে সংঘবদ্ধ চোরচক্রের মশেহাটি খাঁপাড়া গ্রামের শাওন ও একই গ্রামের হৃদয় পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নগদ অর্থ ও সোনার গহনা নেওয়ার কথা স্বীকার করে। পরে স্থানীয় জনতা দুই চোরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে শনিবার সকালে পুলিশের হাতে সোপার্দ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামর হাওলাদার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,বারবাজার ক্যাম্পের পুলিশ দুই চোরকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। আটকৃতদের প্রাথমিক চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।