ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

খুলনার রুপসায় ডাকাতরি প্রস্তুতকিালে অস্ত্রসহ ১ জন গ্রফেতার

জাফর ইকবাল অপু/খুলনা প্রতনিধিি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০১:১৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

জাফর ইকবাল অপু: খুলনার রুপসায় দশেীয় অস্ত্রসহ ডাকাতরি প্রস্তুতকিালে সোহলে শখে নামে এক ডাকাতকে গ্রফেতার করছেে রূপসা থানাধীন কসিমত খুলনা ক্যাম্প পুলশি। গত ১৮ ফব্রেুয়ারী রাত অনুমান ০৩.৩০ টার সময় টহল ডউিটি করাকালীন রূপসা থানাধীন নহৈাটি ইউনয়িনরে তালমিপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রফেতার করা হয়।

গ্রফেতাররে সময় তার হফোজত হতে ০১ টি লোহার হাসুয়া, ০১ টি লোহার প্লাচ, ০১ টি ছোরা, ০১ রাবাররে টউিব, ০১টি ছনে,ি ০১ টি চাইনজি কুড়াল, ০১ টি কাপড়রে ব্যাগ ও ০১ টি মোটরসাইকলে উদ্ধার করা হয়।

প্রাথমকি জজ্ঞিাসাবাদে জানা যায়, গ্রফেতারকৃত মোঃ সোহলে শখেসহ তার সহযোগীরা দশেীয় অস্ত্র ও মোটরসাইকলে নয়িে রূপসা থানাধীন নহৈাটি ইউনয়িনরে তালমিপুর গ্রাম এলাকায় ডাকাতরি প্রস্তুতি গ্রহণ করছলিো। কন্তিু কসিমত খুলনা ক্যাম্প পুলশিরে টহল টমি সখোনে উপস্থতি হওয়ায় তাদরে ডাকাতরি পরকিল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলশি মোঃ সোহলে শখেকে গ্রফেতার কর।ে

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু করা হয়ছে।ে সহযোগী অন্যান্য আসামীদরে গ্রফেতার চষ্টো অব্যাহত আছো ।

বায়ান্ন/আরএস