ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

খুলনা মহানগর কার্যালয়ের সামনে পাঁচ দফা দাবিতে গণঅধিকার পরিষদরে বিক্ষোভ

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:২১:০০ অপরাহ্ন | দেশের খবর

নগরীর শান্তিধাম মোড়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের কার্যালয়ের সামনে থেকে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে ছিল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা, আওয়ামী দোসরদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত  করা, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ব্যবস্থা এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ। বিক্ষোভ শেষে মিছিলটি শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে  ডাকবাংলা, হাদিস পার্ক, খুলনা প্রেসক্লাব এর সামনে থেকে বিভিন্ন সড়ক  ঘুরে এসে শান্তিধাম মোড়ে দলটির দলীয় কার্যালয়ের সামনে এসে  শেষ হয়।

এ সময় উপস্থিতি নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নগর যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, লাইজু খাতুন, তারেক রহমান, শাহীন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোঃ রসূল আহমেদ, ইমরান হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ ছাত্র,  যুব ও শ্রমিক  অধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।