ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান উন্নত করনের লক্ষ্যে মতবিনিময় সভা

সঞ্জয় সাহাঃ | প্রকাশের সময় : সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:১১:০০ পূর্বাহ্ন | স্বাস্থ্য

গাইবান্ধায় নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান উন্নত করনের লক্ষ্যে "আরবান লোকাল বডিস" এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধিনে স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় এর সহযোগীতায় ও ভিজুয়াল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড বিসিক এ্যান্ড মার্কেটিং ফার্ম আয়োজনে রবিবার দুপুরে শহরের পশ্চিমপাড়ার নগর স্বাস্থ্য কেন্দ্র অফিসে স্বাস্থ্যসেবার মান উন্নত করনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর শেখ শাহীন।

নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রদত্ত স্বাস্থ্যসেবার মান এর গুরুত্বর উপর আলোকপাত করেন- আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় ( হেড কোয়াটার) ইএসডিও মিস অফিসার ইমরান হোসেন, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় এর বিসিসি এন্ড  এম ফার্ম ফেরদাউস খান, ফিজিশিয়ান ম্যানেজার ডা: মোহাইমিনা ছুম্মা, সার্ভিস প্রমোটর বিলটু রহমান,  ফিল্ড সুপারভাইজার কামালখান, সাংবাদিক সঞ্জয় সাহা,  পশ্চিমপাড়ার কাউন্সিলর আহম্মেদ সহ অনেকে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
টেকসই প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস-এর মাধ্যমে উন্নত সেবা, দক্ষ,
কার্যকরভাবে নগর জনগােষ্ঠী বিশেষ করে যারা দরিদ্র তাদের স্বাস্থ্যগত অবস্থার
উন্নয়ন করা।
প্রকল্পের মুল উদ্দেশ্য হলাে, শহর এলাকায় বসবাসকারী জনসাধারণ, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের মান উন্নত করা ।
এলাকার জনগোষ্ঠি, বিশেষত দরিদ্র জনগােষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা; প্রদত্ত সেবাসমূহের অন্তর্ভুক্ত প্রতিটি সেবার কমপক্ষে শতকরা ৩০ ভাগ বিনামূল্যে দরিদ্রদের সব ধরনের সেবা প্রদান করা। নগর মাতৃসদন জরুরী প্রসুতি সেবা দিয়েছে ৩৮টি, নগর স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে ১শ ৫০ টি। স্যাটেলাইট ক্লিনিক দিয়েছে ৩শ টি।