ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ২৩ অক্টোবর ২০২১ ০৮:১২:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

সেন্টমার্টি থেকে ৩২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে (শনিবার, ২৩ অক্টোবর) টেকনাফ থানার আওতাধীন দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে কোস্ট গার্ড।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সমুদ্রপথে সেন্টমার্টিন হতে টেকনাফে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন  সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক  করে।

পরবর্তী সময়ে, উক্ত  ব্যাগটি তল্লাশী করে ৩২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।