ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮শে মাঘ ১৪৩১

গাজীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এম এইচ শাহীন,গাজীপুর | প্রকাশের সময় : রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৪৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার বিকাল ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসা থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৫) এবং সিরাজগঞ্জের সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে নিহতের স্ত্রী মৌ আক্তার বৃষ্টি (২০)। তারা বাইমাইল মধ্যপাড়ার কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় বাসিন্দা দেওয়ান মো. রাসেল বলেন, সকাল থেকে সোহাগ- বৃষ্টি দম্পতির ঘরের দরজা বন্ধ দেখে অন্য ভাড়াটিয়ারা অনেকবার ডাকাডাকি করলেও দরজা খুলেনি। পরে বিকালে আবারো ডাকাডাকি করে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে গৃহবধূর গলা কাটা ও ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, দুই বছর আগে সোহাগ- মৌয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। মৌ সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সোহাগ কোনাবাড়ি ব্র্যাক এনজিওতে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে ছিলেন। ১ ফেব্রুয়ারি তারা ওই বাসাটি ভাড়া নেন। এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। সিআইডির টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।