ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৌলভীবাজারে টানা দুই দিনের বৃষ্টিতে নদী ও হাওরে পানি বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে জেলার প্রধান দুই নদী মনু ও ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে উত্তাল অবস্থায় রয়েছে। ইতোমধ্যে ধলাই নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মনু নদীর পানি বিৎদসীমা ছুঁইছুঁই অবস্থা। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষের বাড়িঘর।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার কমলগঞ্জ পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের খনন করা খাল দিয়ে কিছু পানি প্রবেশ করেছে পৌর শহরের লোকালয়ে। পাশাপাশি হাকালুকি ও কাউয়াদীঘী হাওরের পানি বৃদ্ধি পেয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশা করা যায় বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাবে। কুশিয়ারার পানি অনেক নিচে রয়েছে বলে তিনি জানান।