চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।এসময় তার কাছ থেকে ৫টি বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
গত রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,গ্রেপ্তার মশিউর খুলনা জেলার ফুলতলা পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ডের ছিন্নমুল জাফরাবাদ এলাকায় বসবাস করে।
এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টায় সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২ টি এলজি, ১ টি দুইনলা বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষন, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ মোট ২৭টিরও বেশি বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে।
উল্লেখ্য,এর আগে গত ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ সলিমপুর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল মশিউর। গ্রেপ্তার আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছিল।