ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চবিতে ছাত্র আন্দোলনে হামলাকারী ইমন আটক

চট্টগ্রাম প্রতিবেদক | প্রকাশের সময় : শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ০৩:৩৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ইমন নাথকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। 

আটক ইমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন ফতেপুর ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা রতন নাথের ছেলে। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মদনহাট বাজারে ডাক্তার উজ্জল নাথের চেম্বারে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইমন নাথকে আটক করে। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। 

এদিকে, ইমন নাথের মুক্তির দাবিতে তার চাচা জহরলাল নাথ যুবলীগের উদ্যোগে মিছিল বের করতে চাইলে স্থানীয়রা এতে বাধা দেন বলে জানা গেছে। 

প্রসঙ্গত, দেশব্যাপী ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিল করেন। এ সময় একদল যুবক ধারালো রামদা, চাপাতি, লোহার রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সেদিন দেশীয় অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় ছাত্রলীগের ক্যাডার ইমন নাথ। 

একাধিক সূত্র নিশ্চিত করেছে, তার সরবরাহ করা অস্ত্র দিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় আন্দোলনকারীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এরই মধ্যে এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

একে