ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
মালতি হিমাগারে চলছে

চলতি মৌসুমের বীজ আলু সংগ্রহ

Author Dainik Bayanno | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৯:০৭:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

‘কৃষিই শক্তি, কৃষিই সমৃদ্ধি’- এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাধীন বিএডিসি নিয়ন্ত্রিত বলদীআটা মালতি হিমাগারে বীজ আলু সংগ্রহ ৩ মার্চ শুরু হয়েছে। এ হিমাগারের প্রধান কর্মকর্তা নজরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ২৪ টি ব্লকের ৯৮ জন চুক্তিবদ্ধ কৃষকের ২ শত ৭৮ একর জমিতে রোপণকৃত বীজ আলু সংগ্রহ চলছে। বীজ আলুর জাতগুলো হলো- বিএডিসি আলু-১ (সানশাইন), ডায়মন্ট ও এস্টারিস্ক। উল্লেখ্য এ হিমাগারের উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও যাবে বলে আশা করা যাচ্ছে। তাই পৃথক ২৫ একর জমিতে রপ্তানিযোগ্য বীজ আলু রোপণ করা হয়েছে। গত অর্থ বছরে এ হিমাগারের উৎপাদিত ৯০ মেট্রিক টন আলু মালয়েশিয়ায় রপ্তানি করা হয়েছে। এ হিমাগারের উৎপাদিত বীজ আলুর চাহিদা থাকায় দেশের বিভিন্ন প্রান্তের বিএডিসির অনুমোদিত ডিলাররা অর্ডারের মাধ্যমে তা সংগ্রহ করেন। বিগত মৌসুমগুলোতে উৎপাদনের মাত্রা বেশি হওয়ায় এখানের বীজ আলু দেশের বিভিন্ন হিমাগারে পাঠানো হয়েছে। বৈরী আবহাওয়ার দরুন এবারের মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হয়েছে। আগের বছরগুলোর তুলনায় এবার বীজ আলুর দাম বেশি হলেও কৃষকরা তেমন লাভবান হতে পারবে না। 

কামরুল হাসান: 

লেখক: সাংবাদিক ও ডিরেক্টর- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা