ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

চাঁদপুরের মেঘনায় দুটি বাল্কহেডসহ আটক ৯

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ ১০:৩১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

চাঁদপুর মেঘনা নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯জন দুস্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়।

সকালে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মেঘনা নদী হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাত্রিকালীন সময়ে অবৈধ ভাবে মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাটিভর্তি বাল্কহেড এবং আটক আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ