চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে শহরের কোড়ালীয়া রোডে অবস্থিত এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন।
এসময় তিনি বলেন, কোন শিশুকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অনাদরে অবহেলায় অনেক শিশু রয়েছে, কিন্তু তাদের দেখভাল করার মতো তেমন কেউ নেই। এদের দেখভালের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, আমাদেরও নিতে হবে। আমরা চাই না কোনো শিশু বাহিরে থাকুক, তারা যেন সব সময় তাদের বাবা-মার কাছে থাকে।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সমাজসেবা অধিদপ্তরের সরকারি পরিচালক মো. সাইফুদ্দিন এবং ভবন মালিক আলহাজ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন এবং পুরো কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।