![](https://dainikbayanno.com/storage/chandina-poursova-pic-3.jpg)
কুমিল্লার চান্দিনায় সর্বসাধারণের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতন বৃদ্ধি ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করার লক্ষ্যে শূন্য থেকে ১ বছরের মধ্যে বিনা খরচে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার বিশেষ ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা পৌরসভা প্রাঙ্গনে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার কুমিল্লার উপ পরিচালক উপ সচিব এস এম গোলাম কিবরিয়া।
উদ্বোধন শেষে উপ পরিচালক এস এম গোলাম কিবরিয়া অনেক সদ্য জন্ম নেয়া শিশুদের মায়ের হাতে বিনা খরচে জন্ম নিবন্ধের সার্টিফিকেট তুলে দেন।এসময় তিনি উপস্থিত সবার উদ্যেশ্যে বলেন, যে ১০ দিন বিনা খরচে নিবন্ধন করার সময় দেয়া হয়েছে যাদের বাকী রয়েছে তারা যেন দ্রুত নিবন্ধন করে নেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেনের সভাপতিত্বে পৌরসভা সভাকক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করেন।এসময় তিনি বলেন ২০০৪ সালে জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থা চালু হলেও এতে অনেকে পিছিয়ে রয়েছেন। আমাদের যার যার অবস্থান থেকে সর্ব সাধারণ জনগণের মাঝে এর ব্যাপ্তি ও প্রচার প্রচারণা ছড়িয়ে দিতে হবে এবং শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের আওতায় আনতে হবে।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী কর্মতকর্তা মোঃ ইউসুফ আলী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, পৌরসভা প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম,চান্দিনা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা,পৌরসভা হিসাব রক্ষক মোঃ আবুল কালাম আজাদ,সাংবাদিক কাজী রাশেদ,সাংবাদিক মোঃ হারেছ এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও এনজিও-র কর্মকর্তারা।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ