হবিগঞ্জ চুনারুঘাটের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে তিনি সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং জাতীয় উদ্যানের নানা প্রজাতির বন্যপ্রাণীর বিষয়ে জানতে চান। এসময় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী মন্ত্রীকে সাতছড়ি জাতীয় উদ্যানে থাকা বিরল ও বিপন্ন নানা প্রাণী সম্পর্কে ধারনা দেন। এসময় তিনি সাতছড়ি জাতীয় উদ্যানের পরিবেশ ও নানা বন্যপ্রাণী সমৃদ্ধতার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার এম এম মুরাদ আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সিএমসি সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এসিএফ, রেঞ্জ কর্মকর্তা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী তেলিয়াপাড়া স্মৃতিসৌদে পুস্পস্তবক অর্পন করেন এবং সেখানে গাছের চারা রোপন করেন।