![](https://dainikbayanno.com/storage/20250213-132007.jpg)
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আর ডি আর এস এর সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক একটি দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনগ্রসর জনগণের জন্য সরকারি সেবা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুমী বেগম, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, আর ডি আর এস নীলফামারী শাখার কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলাম ও হুমায়ুন কবির, এবং কমিউনিটি মোবিলাইজার মিজানুর রহমান।
কর্মশালায় বক্তারা সরকারি উন্নয়ন কার্যক্রম এবং অনগ্রসর জনগণের জন্য এর সুফল নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগণের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে, যেগুলোর সুবিধা গ্রহণ করতে জনগণকে আরও সচেতন এবং উদ্বুদ্ধ করতে হবে। বক্তারা স্থানীয় জনগণকে সরকারের সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এবং সেবাগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং তারা তাদের অধিকার ও সরকারি সুবিধা সম্পর্কে আরও অবগত হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে