বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন একটি বেঞ্চে এ বিচারকাজ শুরু হয়। প্রথম দিনে প্রসিকিউশন টিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করে।
১৫ অক্টোবর ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তার দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রথমবারের মতো ট্রাইব্যুনালে আসেন।
এ সময় ট্রাইব্যুনালের অন্যান্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীও উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের পাশাপাশি সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিচার কাজ এই ট্রাইব্যুনালে পরিচালিত হবে।
এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ৬০টিরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।
বায়ান্ন/শাহেদ