ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

জৈন্তাপুরে উপজেলা বিএনপি'র সম্মেলন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ১০:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়া'র সভাপতিত্বে ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি'র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, ইসতিহাক আহমদ সিদ্দিকী, এ্যাড. এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন।

এসময় আরোও বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা বিএনপি নেতা এম.এ মতিন, এনায়েত উল্লাহ, মো. আব্দুর রশিদ, মো. আব্দুল হাফিজ, মো. হেলাল উদ্দিন, আব্দুস শুকুর (নেতা), ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, আব্দুল আহাদ, জালাল উদ্দিন প্রমুখ।