ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২১ অক্টোবর ২০২২ ০৭:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুরে অবৈধ ভাবে ভারতীয় ঔষধসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় পুলিশ অভিযান পরিচালনা করে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকায় চেকপোষ্ট বসিয়ে সিলভার রংয়ের নোহা মাইক্রোবাস গাড়ীতে তল্লাসী চালিয়ে ভারতীয় ঔষধসহ বিভিন্ন শিশু খাদ্য উদ্ধার করে পুলিশ। এসময় দুইজনকে আটক করে। তারা হল জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মো. খোরশেদ আলম উরফে খোরশেদ ড্রাইভার (৩০) এবং আসামপাড়া আশ্রায়ন প্রকল্পের ৬/৯নং বাসার মৃত আব্দুল কাদিরের ছেলে আবুল হাসেম (৫০)।

তাদের নিকট হতে ১ লক্ষ ১২ হাজার ৪ শত টাকা মূল্যের তিন কাটুন (কীট) ভারতীয় ঔষধ ও শিশু খাদ্য উদ্ধার করা হয় এবং তাদের বাহনকারী নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়। পুলিশ আরও জানায় দীর্ঘ দিন হতে উপজেলার বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে চক্রটি ভারতীয় ঔষধ চোরাকারবার করে আসছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মহিবুর রহমান চেক পোষ্ট বসিয়ে তল্লাসী চালিয়ে তাদেরকে ভারতীয় ঔষধ সহ আটক করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ২ জনকে শুক্রবার (২১ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।