সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়কের তেলিজুরী রাস্তার পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পান পথচারীর। বিষয়টি তাৎক্ষণিকভাবে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানা-পুলিশকে খবর দেন। এরপর জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ নিয়ে মরদেহটি উদ্ধার করেন।
দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, ‘দেশে আইনের শাসন রয়েছে। মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। সে জন্য তাকে মেরে ফেলা উচিত হয়নি। যে বা যারা তাকে হত্যা করেছে পুলিশ যেন তাদের আইনের আওতায় আনে তার দাবি জানাচ্ছি।’
এ নিয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। মরদেহ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।’