![](https://dainikbayanno.com/storage/kaliganj-mural-fire-photo-2.jpg)
দেশের বৃহত্তম ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় শেখ মুজিবুর রহমানের ১২৩ ফুট উচ্চতার “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা টাওয়ারটি ভাংচুর করে বঙ্গবন্ধুর মুরালে আগুন ধরিয়ে দেয়। বৃহৎ এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে শেখ মুজিব পরিবারের ২০ টি ভাষ্কর্য এবং সর্বোচ্চ ৮ তলা বিশিষ্ট উচ্চতায় শেখ মুজিবের ভাষ্কর্য ছিল। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের পরিবার এটি তৈরি করেছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানায়, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সমশেরনগর গ্রামে কয়েক বছর আগে দেশের বৃহত্তম ১২৩ ফুট উচ্চতায় শেখ মুজিবের নামে একটি টাওয়ার তৈরি করা হয়। যার নাম দেয়া হয়েছিল স্ট্যাচু স্পিস অফ ফ্রিডম। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের মুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।
এরপর ওই ভাংচুরকৃত মুরালগুলি বারবাজার শহরে এনে সড়কের উপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় । এ সময় উপস্থিত জনতাকে শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দিতে শোনা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয়ক হুসাইন মোহাম্মদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোন মুরাল স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোন ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এজন্য তারা শেখ মুজিবের ওই মুরাল গুলি ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সাথে শত শত ছাত্র জনতা অংশ নেয়।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ