টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে তাকে ধরা হবে। রাজধানীর মহাখালীতে শনিবার আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, অর্থনৈতিক খাতে লুটপাটের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে সরকার উদ্যোগ নিয়েছে। অর্থনীতিতে শুধু উন্নয়নের ছবি দেখানোর প্রবণতা পরিবর্তন করে বাস্তবমুখী কৌশল গ্রহণের তাগিদ দেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, “রাজস্ব খাতে নীতিমালা ও বাস্তবায়নকে পৃথক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বেশিরভাগ প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রে ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। এ সমস্যার সমাধানে মাল্টিলেটারাল এবং বাইলেটারাল সংস্থাগুলো সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।”
তিনি সতর্ক করেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে বিদেশি সহযোগিতাও কমে আসবে।”
পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “টাকা পাচারের ঘটনা ভবিষ্যতে নজরদারিতে থাকবে। প্রাইভেট বা পাবলিক সেক্টর- যেই হোক না কেন, পাচারকারীরা ধরা পড়বে।”
বায়ান্ন/এএস/একে