কক্সবাজার জেলার টেকনাফের ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে ৭০ বস্তা গ্রান্ড রয়েল হুইস্কি ও বিয়ারের চালান জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ছেঁড়াদ্বীপে অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো থেকে ৮৩২ বোতল বিদেশী গ্রান্ড রয়েল হুইস্কি ও দুই হাজার ৫২ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, জব্দকৃত মাদক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।