ঢাকা, শুক্রবার ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

ডিমলায় তিস্তা বাঁচাও,নদী বাঁচাও কর্মসূচি সফল করতে যুবদলের প্রচারণা ও পথসভা।

আব্দুর রহিম রিয়াদ, (নীলফামারী) প্রতিনিধি।। | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা বাঁচাও, নদী বাঁচাও কর্মসূচি সফল করতে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার আয়োজনে ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারে এই প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী,ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন প্রমূখ।এ ছাড়াও জেলা,বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরএস