সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন রাজধানীর একদল শিক্ষার্থী। রোবরার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ভবনে প্রবেশের চেষ্টাকালে সংঘর্ষ বাধে, যাতে শিক্ষার্থীদের কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরা, যারা ফলাফলকে বৈষম্যমূলক বলে দাবি করেছেন। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনার পর, তারা বোর্ডের সামনে জমায়েত হন। কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও সাড়া না পেয়ে, শিক্ষার্থীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, "আমরা বৈষম্যমূলক ফলাফলের বিষয়ে সঠিক ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। তাই আমরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে বাধ্য হই।"
এ ঘটনার প্রেক্ষিতে শিক্ষাবোর্ডের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বায়ান্ন/শাহেদ