ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার দোয়ার মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয়। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়। আয়োজক (শুরায়ী-নেজাম) তাবলীগ জামায়াত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, দোয়ায় শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি আজ সকাল থেকে ময়দানে আসেন। সকাল ৯টা ৫ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়। 

এদিকে, ফজর থেকে হেদায়তি বয়ান করেছেন যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বয়ান করছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান সাহেব। তা বাংলায় তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। এরপর নসীহত মূলক বক্তব্য পেশ করছেন, ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের সাহেব (বাংলাদেশ)। 

নসিহতমূলক বক্তব্যের পরপরই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করবেন মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। ৫ দিনব্যাপী আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) জোড়- ইজতেমার আনুষ্ঠানিকতা।

 

বায়ান্ন/এসএ/পিএ