ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

দীর্ঘ ৭বছর পর ছাগলনাইয়ার সকল সাংবাদিক ঐক্যবদ্ধ

সাখাওয়াত হোসেন , ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৮:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা দীর্ঘ সাত বছর পর ঐক্যবদ্ধ। নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়েছে ছাগলনাইয়া উপজেলায় কর্মরত দুটি প্রেস ক্লাবের সাংবাদিকরা। গতকাল রবিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুই প্রেস ক্লাবের দুটি কমিটি বিলুপ্ত করে এক হয়ে যায় সকল সাংবাদিক।
সাংবাদিকদের ঐক্যে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
দুটি কমিটি বিলুপ্ত ঘোষনার পর সকলের মধ্য থেকে ৮সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।সমন্বয় কমিটির সদস্যরা হলেন, মোহাম্মদ শেখ কামাল (ইত্তেফাক/আজকের পত্রিকা/ফেনীর সময়), মোঃ নুরুজ্জামান সুমন (যুগান্তর), নজরুল ইসলাম চৌধুরী (দৈনিক ফেনী), আবদুল আউয়াল চৌধুরী (ভোরের কাগজ), এবিএম নিজাম উদ্দিন (ইনকিলাব), কামরুল হাসান লিটন (মানবকন্ঠ), আবুল হাসান (নয়াদিগন্ত), জাহাঙ্গীর কবির লিটন (আমারদেশ/ছাগলনাইয়া ডট কম)।
বক্তব্য রাখেন, সাংবাদিকদের ঐক্যের প্রধান সমন্বয়কারী ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আমন্ত্রিত অতিথি বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ও উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মোঃ নুরুজ্জামান সুমন, নজরুল ইসলাম চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, এবিএম নিজাম উদ্দিন, কামরুল হাসান লিটন, আবুল হাসান, মাসুম বিল্লাহ ভূঁইয়া, নিজাম উদ্দিন মজুমদার সজিব, বকুল আাক্তার দরিয়া,
শাখাওয়াত হোসেন, কাজী নুরুল আলম নিলু, এনায়েত উল্লাহ সোহেল, মোঃ শাহ ফয়সাল, সেপাল নাথ, শাখাওয়াত হোসেন পাটোয়ারী ও ছলিম উল্লাহ ভূঁইয়া । 
সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রাণের সংগঠন ছাগলনাইয়া প্রেস ক্লাব দুটিভাগে বিভক্ত থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছিল সাংবাদিকতা। ছাগলনাইয়া উপজেলায় বস্তুনিষ্ট সাংবাদিকতাকে টিকিয়ে রাখার জন্য সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে আজ এক পতাকা তলে ঐক্যবদ্ধ।