মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগ তুলে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের প্রধান ফটকের সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। এই কর্মসূচির ফলে পেট্রোবাংলা ভবনের ভেতরে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে চাকরি প্রত্যাশীরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানান, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭টি ক্যাটাগরিতে কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা বারবার স্থগিত করা হচ্ছে।
এক আন্দোলনকারী বলেন, “আমাদের একমাত্র দাবি হলো দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
অবরোধের কারণে পেট্রোবাংলার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনো সহিংসতায় তারা জড়াবেন না এবং শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
এ বিষয়ে পেট্রোবাংলার কোনো কর্মকর্তা বা প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বায়ান্ন/এএস