ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০২:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন অসহায়, দুস্থ লোকজনের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের  মেডিক্যাল অফিসার ডাঃ বিনুচরন রায় বিনয় ও মেডিকেল টীমের সদস্যরা এসব রোগীদের চোখ পরীক্ষা করেন। 

চক্ষু শিবিরে প্রায় ৩ শতাধিক রোগী তাদের চোখ পরীক্ষা করান। পরীক্ষা শেষে অপারেশন যোগ্য রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। অপারেশন যোগ্য রোগীদেরকে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি খালেদ মাহমুত সৈকতের নেতৃত্বে দেবীগঞ্জ স্কাউটের সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ