ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

দেশজুড়ে মৌসুমি বায়ুর বিদায়, ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের পূর্বাভাস

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : রবিবার ১৩ অক্টোবর ২০২৪ ০২:২৭:০০ অপরাহ্ন | জাতীয়

দেশ থেকে মৌসুমি বায়ুর বিদায় আসন্ন, আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চলসহ দেশের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। এর পাশাপাশি, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর প্রভাবে আজ দেশের চারটি বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের চট্টগ্রাম অঞ্চল ছাড়া সব জায়গা থেকে বিদায় নিয়েছে। অনুকূল পরিস্থিতি বজায় থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা পুরোপুরি বিদায় নেবে। পাশাপাশি, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।

সতর্কবার্তায় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।