ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি। জীবন থাকতে বাংলাদেশের মানুষের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেবো না।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২ জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হওয়া এবং পরবর্তী কয়েক বছর নির্বাসিত জীবন ও দেশে ফিরে আসার কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশে ফিরে আসি।
তিনি আরও বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, এর সুফল যেন মানুষ পায়। এ একটাই আমার জীবনের লক্ষ্য।
এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়।