ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে: শ্রম সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৪:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন হবে বলে এমন তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। 

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজ এর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করাসহ শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যুনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল। এসব বিষয়ে সরকার নীতিগত ভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলছে এমন কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বায়ান্ন/এমএমএল/একে