অগ্নিকাণ্ড ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গতকাল রোববার (২১ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব ঢেউটিনসহ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
সহকারি কমিশনার (ভূমি) রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা জানান, অগ্নিকাণ্ড ও আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপজেলার ১০টি পরিবারের প্রত্যেককে ২ বাণ্ডিল করে ২০ বাণ্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।