ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

পটুয়াখালীতে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের দু'মুখো সাপ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ১০:১৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর দু'মুখো বা শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

তারা জানান সাপটির নাম শঙ্খিনী হলেও স্থানীয়রা এটিকে দু'মুখো সাপ নামে পরিচিত।

শনিবার (০১ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর গ্রামের সোলায়মান হাওলাদার নামের এক কৃষকের বাড়ি থেকে জালে পেচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা এ সাপটি উদ্ধারের পর পরই ওই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। সাপটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুঞ্জির, মাসুদ হাসান ও সুজন।

এর আগে গতকাল একই ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ি গ্রাম থেকে ৫ ফুট দৈর্ঘ্যের আরও একটি শঙ্খিনী সাপ উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

কৃষক সোলায়মান হাওলাদার বলেন, সকালে মাঠে কাজের জন্য যাওয়ার সময় দেখি বাড়ির উঠানের বেড়ার জালের সাথে সাপটি পেচিয়ে আছে। তখন  সাপটি  উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের খবর দেই। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ