ঢাকা, মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ই কার্তিক ১৪৩১

পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ করা আর না করার প্রশ্নটাই অবান্তর: গণতন্ত্র মঞ্চ

রিয়াদ হাসান, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ২১ অক্টোবর ২০২৪ ০৬:৪৭:০০ অপরাহ্ন | রাজনীতি

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, গণ অভ্যুত্থানের মুখে পতিত সরকারের পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগ করা আর না করার প্রশ্নটাই অবান্তর। গণহত্যায় অভিযুক্ত ও লুটপাটের সকল হোতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

সোমবার (২১ অক্টোবর) সকালে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশে মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, এই সরকারকে অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। মুনাফাখোর সিন্ডিকেটসমূহুর বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বাজারের আগুনে শ্রমজীবী সাধারণ মানুষের দূর্গতি কমাতে আগামী ছয় মাস পরিবার প্রতি নগদ ছয় হাজার টাকা আর্থিক সহযোগিতা করার দাবী জানান তারা।

নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের আড়াই মাস পর মানুষ এখন সরকারের সাফল্য দেখতে চায়। প্রয়োজনে অন্তবর্তী সরকারকেও পুনর্গঠন করুন। এখন সরকারের কোন অজুহাত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকারকে ব্যর্থ ও অকার্যকর করতে যেসব ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চলছে তার বিরূদ্ধেও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নাকে হত্যা মামলার আসামী করায় ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তীতেও এ ধরণের মামলা চলতে থাকলে প্রকৃত আসামীরা পাড় পেয়ে যাওয়ার সুযোগ তৈরীর হবে এবং মামলার মেরিট কমে যাবে। নেতৃবৃন্দ সরকারকে তাদের কাজের অগ্রাধিকার নির্দিষ্ট করে জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক অভিযাত্রা য় পদক্ষেপ সমূহু দেশবাসীর কাছে হাজির করার আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৭ মার্চ, ২ মার্চ সহ ৪ নভেম্বর সংবিধান দিবসের মত সর্বজন গৃহীত দিবসসমূহ নিয়ে বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক-এর সভাপতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পুসহ আরও অনেকে।

বায়ান্ন/একে