ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

পুলিশের গাড়ির ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সেই ঘটনার জেরে বিভিন্ন সময়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত জাহেদ আলী শেখ এর ছেলে আব্দুল ওহাব শেখ (৬২), সুজানগর উপজেলার মাস্টারপাড়া গ্রামের আ:রশিদ শেখ এর ছেলে মোহাম্মদ রাব্বি (২২)। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২ ফেব্রুয়ারি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুজানগর সাবেক পৌর মেয়র এবং সুজানগর আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পাবনা সদর থানার এজাহার নামে আসামি দীর্ঘদিনের ওয়ান্টেড আসামি ছিলেন আমরা তাদেরকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করি কিন্তু উনি পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হতো না গোপন সূত্রের ভিত্তিতে পাবনা সুজানগর থানার সংবাদ পায় যে মথুরাপুর স্কুল মাঠে তাকে দেখা যাচ্ছে এই তথ্য পাওয়ার সাথে সাথে সুজানগর থানা পুলিশ মধুরাপুর স্কুল মাঠে একটি অভিযান পরিচালনা করেন তাকে মসজিদের সামনে পায় তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে উঠাইলে এমনটা অবস্থায় মধুরাপুর গ্রামের স্কুল মাঠে অনেক মানুষ জড়ো হয় এবং আমাদের গাড়ি গতি রোধ করে আসামি কে ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে আত্মগোপন করতে সহায়তা করে। ঐদিন রাতেই যৌথ বাহিনী এলাকায় অভিযান চালায় একপর্যায়ে বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরো বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে। এ ঘটনায় পুলিশের ৮ সদস্য আহত হয়েছিলেন। ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩ শত জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ