ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন গ্রেপ্তার

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন’কে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাজীর বল্লভদি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সে ওই গ্রামের মৃত খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বল্লভদি গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। দুপুর দেড়টার দিকে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে