ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

বগুড়ায় আশ্রায়ন প্রকল্পের বাড়ী নিয়ে ষড়যন্ত্র করছে সরকার বিরোধী চক্র

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ায় আশ্রয়ন প্রকল্পের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। 

শনিবার বেলা ৩টায় উপজেলা হলরুমে এ সংবাদ সম্মেলনে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় বগুড়াতেও গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি এবং জমির দলিল হস্তান্তর করেছেন। এসব উন্নয়ন কাজে ঈষান্বিত হয়ে একটি চক্র মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। যা মোটেও সত্য নয়। প্রকৃত ঘটনা হচ্ছে বগুড়া সদর উপজেলার লাহেড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে সরকারি খাস জমিতে আশ্রয়ন প্রকল্পবাস্তবায়ন করা হয়। সেখানে ৫৬টি পরিবার বসবাস করছেন। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারগুলোকে একটি মহল নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের দখলকৃত বাড়ি থেকে বেড় হয়ে যেতে বলেন। এমনকি তাদেরকে মারপিট করারও হুমকি দেন। এবং আশ্রয়ন প্রকল্পের জায়গা তাদের বলে দাবি করেন। তাদের এমন আচরণে আশ্রয়ন প্রকল্পের সদস্যরা বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি), প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির ও নিরাপত্তা কর্মীসহ আশ্রয়ন প্রকল্পে পরিদর্শন করা হয়। সেখানে সরকারি কাজে বাধা দিলে কয়েকজনকে আটক করা হয়। পরে সদর ভূমি অফিসে গিয়ে তাদের দাবিকৃত জমির বিষয়য়াদি খোঁজখবর নিয়ে মানবিক বিষয়টি মাথায় নিয়ে ছেড়ে দেয়া হয়। পরে এ ঘটনাগুলি নিয়ে একটি সংবাদ মাধ্যম মিথ্যা বানোয়াট ও সরকারবিরোধী সংবাদ পরিবেশন করেন। যা সত্য নয়। এই সংবাদে সরকারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এবং উপজেলা প্রশাসনের সম্মান ক্ষুন্ন করা হয়েছে।