ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

বগুড়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার বিসিক এলাকা থেকে মঙ্গলবার সকালে পুলিশ আব্দুল বাছেদ(৪৮) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে। মাথায় আঘাতের চিহ্ন ছিলো। তার বাড়ি বগুড়ার গাবতলি উপজেলার পাইকার পাড়ায়।

পুলিশ জানায়, আব্দুল বাছেদ বিসিক শিল্প নগরীর শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। বিসিক এলাকার শেষ প্রান্তে রাতে দায়িত্ব পালন করছিলেন। ওই রাস্তার কাজ চলছিলো। সকালে রাস্তা থেকে প্রায় ১৫/২০ ফুট দুরে তার লাশ পাওয়া যায়। লাশের মাথা থেতলানো অবস্থায় ছিলো। বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় এটি হতে পারে তবে প্রকৃত ঘটনা জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।